Help Line

+88 01719661366

Dhaka, Bangladesh

Madani Avenue Baridhara

24/7 Support

We are live 24/7

চুক্তিপত্রের শর্তসমূহ

শর্ত গুলো জানিয়া, বুঝিয়া এবং সম্মত হইয়া সেবক/সেবিকা/কেয়ার গিভার নিয়োগ দিতে ইচছুক।

  • সেবক, সেবিকা এবং এটেন্ডেন্টদের সাথে সম্মানজনক ব্যবহার করন।
  • তাদের সাথে বাসার কাজের লোকদের মত ব্যবহার করা যাবেনা ।
  • রোগীর সেবা সংক্রান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া অন্য কোনো কাজ করানো যাবেনা।
  • ইমরান হোম কেয়ার লিঃ এর নির্ধারিত সময় সীমার অতিরিক্ত কাজ করানো যাবেনা।
  • সেবক/সেবিকা/আয়াদের কোনো প্রকার যৌন হয়রানী করা যাবেনা।
  • সেবক/সেবিকা/আয়াদের কোনো প্রকার বেয়াদবি বা কাজের প্রতি অবহেলা পেলে বা দেখলে সাথে সাথে ইমরান হোম কেয়ারকে অবহিত করতে হবে। নার্সিং হোম কেয়ার এর পক্ষথেকে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • ইমরান হোম কেয়ার লিঃ এর সাথে চুক্তি গত টাকা কর্মরত স্টাফদের কাছে দেয়া যাবে না।
  • ইমরান হোম কেয়ার লিঃ কর্তৃক নিয়োগকৃত স্টাফদের কোনো প্রকার প্রলোভন দেখিয়ে ব্যাক্তিগত ভাবে নিয়োগ দেয়া যাবে না।
  • ইমরান হোম কেয়ার লিঃ কর্তৃক নিয়োগকৃত স্টাফদের বেতন ৩০  দিন পর পর পরিশোধ করতে হবে।
  • কোনো কারনে সেবা বন্ধ করতে চাইলে কমপক্ষে ১০ দিন আগে কর্তৃপক্ষকে জানাতে হবে, অন্যথায় বাড়তি ৫ দিনের বেতন পরিশোধ করতে হবে।
  • ইমরান হোম কেয়ার লিঃ কর্তৃপক্ষ সার্ভিস বন্ধ করতে চাইলে ১০ দিন আগে যানানো হবে। 
  • ইমরান হোম কেয়ার লিঃ কর্তৃক সেবা চলাকালীন সময়ে সেবা গ্রহণকারী অসুস্থ হয়ে পরলে অভিভাবকগন নিজ দায়িত্বে হাসপাতালে ভর্তি এবং চিকিৎসার ব্যবস্থা করবেন।
  • অবশ্যই মনে রাখতে হবে যে ইমরান হোম কেয়ার লিঃ কেয়ার কর্তৃক কোনো প্রকার চিকিৎসা বা চিকৎসাপত্র প্রদান করা হয় না।
  • কেবল মাত্র বৃদ্ধ ও অসুস্থদের সেবা প্রদান করা হয়।
  • সেবক/সেবিকা ও কেয়ার গিভার কর্মরত অবস্থায় খাবার এর ব্যবস্থা করতে হবে।
  • কর্মরত দিন ছয় মাস হলে ঈদ বোনাস দিতে হবে।

 উক্ত নিয়মের পরিপন্থী কোনো কাজ করলে এই চুক্তির মাধ্যেমে ইমরান হোম কেয়ার লিঃ কর্তৃপক্ষ যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করলে

আমি/আমরা তা মেনে নিতে বাধ্য থাকবো।

উপরোক্ত সকল নিয়মাবলি পড়ে/বুঝে স্বজ্ঞানে স্বেচ্ছায় ইমরান হোম কেয়ার লিঃ থেকে সেবক/সেবিকা

নিয়োগের জন্য সম্মত হলাম।

সেবক/সেবিকাদের কার্যাবলী

(আমাদের সেবা সমূহ শুধুমাত্র বৃদ্ধ ও অসুস্থদের জন্য)

আমি  ইমরান হোম কেয়ার লিঃ এর একজন সেবক/সেবিকা হিসেবে নি¤œলিখিত রুটিন কার্যাবলীগুলো সম্পন্ন করতে বাধ্য থাকব।

০১। সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত থাকব।

০২। ব্লাড প্রেসার, পালস, জ্বর, শ্বাস-প্রশ্বাস ইত্যাদি সঠিক সময়ে পরিমাপ করব।

০৩। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে, পরিমানমত, নির্ভুল ভাবে ঔষধ সেবন করাব।

০৪। ঘুম থেকে তুলে মুখ মন্ডল সুন্দর করে পরিষ্কার করাব এবং অবশ্যই চোখের যতœ নিব।

০৫। সঠিক সময়ে গোসল করাব, হাত পা এবং পিঠের যতœ নিব।

০৬। রোগীকে টয়লেটে সাহায্য করব। বিছানায় পায়খানা, পেশাব করলে অবশ্যই পরিষ্কার করব।

০৭। রোগী যেভাবে থাকতে সাচ্ছন্দবোধ করবে তাকে সেভাবেই বসিয়ে বা শুইয়ে রাখব, চলা ফেরায় সাহায্য করব।

০৮। রোগীর শরীরে কোনো প্রকার বেডসোর থাকলে অবশ্যই নজর রাখব, প্রয়োজনে ২/৩ ঘন্টা পর পর পাশ পরিবর্তন করব।

০৯। সঠিক সময়ে পরিমানমতো খাবার খাওয়াব। এনজি টিউব বা বিকল্প উপায়ে খাবার খাওয়ানোর চেষ্টা করব।

১০। রোগীর অভিভাবকদের সাথে সম্মানজনক ব্যাবহার করব।  

১১। প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম অবশ্যই যতœ সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। 

১২। এনজি টিউব, ক্যাথেটার থাকলে অবশ্যই যত্ন নিবো।

১৩। প্রত্যেক দিন ২/৩ বার হাটাব এবং রোগীর চাহিদা অনুযায়ী শরীর, হাত, পা ম্যাসাজ বা ব্যায়াম করাব।

১৪। রোগীকে পত্রিকা, গল্পের বই ইত্যাদি পড়ে শোনাব এবং রোগীর সাথে সুন্দর করে কথা বলব।

১৫। রোগীর ব্যাবহৃত কাপড়, বিছানাপত্র গুছিয়ে রাখব।

  বিঃদ্রঃ নার্সিং কাঠামোগত শিক্ষা অনুযায়ী সার্বিকভাবে সর্ব প্রাকার সেবা প্রদান করব।

We are here to assist you

Feel free to contact us or just drop a line here. Our support stuff will reach you very soon

Wanna plan new home care services?

All kinds of quality Nurse/Brothers Services, Medical Instrument, Physiotherapy Services

Feel free to drop a line

Head Office

House#2, Madani Avenue, Vatara, Dhaka 12২৯

Services Talk

+8801714585817
+8801719661366

01719661366